সুফল প্রকল্পের ৭৬৫ হেক্টর বনায়নের শুভ উদ্বোধন করলেন বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার

সুফল প্রকল্পের ৭৬৫ হেক্টর বনায়নের শুভ উদ্বোধন করলেন বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার

দেশজুড়ে

জুন ১০, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

কক্সবাজার উত্তর বনবিভাগের বাঁকখালি বন রেঞ্জে ৭৬৫ হেক্টর বনায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ জুন, শনিবার সকাল ১১টায় কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার ঘিলাতলি বনবিটের আওতাধীন গর্জনিয়া ইউনিয়নের বড়বিল নারাইম্মাছরা নামক সংরক্ষিত বনভুমির পাহাড়ে গাছের চারা রোপনের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জ অফিসার সরওয়ার জাহান, জার্নালিষ্ট কো অপারেশন অব বাংলাদেশ, কক্সবাজার ডিস্ট্রিক্ট চেয়ারপারসন এস এম হুমায়ুন কবির, ঘিলাতলি বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট বন কর্মকর্তা-কর্মচারীগণ।

মেঘের তর্জন-গর্জনে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার উত্তর বনবিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার আনুষ্ঠানিক উদ্বোধনের ফাঁকে সাপ্তাহিক শীর্ষ খবরকে জানান, চলতি বর্ষা মৌসুমে কক্সবাজার উত্তর বনবিভাগের তত্ত্বাবধানে বাঁকখালি বন রেজ্ঞের আওতাধীন ঘিলাতলি বনবিট, কচ্ছপিয়া বনবিট ও বাঁকখালি সদর বনবিটের দুর্গম পাহাড়ি জনপদে (টেকসই জীবন-জীবিকা) সুফল প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে ৭৬৫ হেক্টর বনায়ন করা হবে। তিন বনবিটে ৭৬৫ হেক্টর বনায়নে উনিশ লাখ ১২ হাজার পাঁচশত বিবিধ প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *