চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এবাদত

চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এবাদত

খেলা

আগস্ট ২২, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ

এশিয়া কাপের ঘোষিত ১৭ সদস্যের দলে ছিলেন পেস বোলার এবাদত হোসেন। কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন এই তারকা পেসার।

এশিয়া কাপে এবাদত হোসেনের জায়গায় সুযোগ হতে পারে খালেদ আহমেদ অথবা তানজিম হাসান সাকিবের। এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি জানান, এবাদত পুরোপুরি ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাইছি না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল। আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব। তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *