চীনে ভয়াবহ বন্যায় নিহত ৯

চীনে ভয়াবহ বন্যায় নিহত ৯

আন্তর্জাতিক

জুন ২২, ২০২৪ ৮:৩২ পূর্বাহ্ণ

চীনের দক্ষিণাঞ্চলের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ আছেন বেশ কয়েকজন। পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল।

শুক্রবার সিএনএনের খবরে বলা হয়েছে, গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের দক্ষিণাঞ্চল। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকটি প্রদেশ।

ডুবে গেছে ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট। ভয়াবহ এ বন্যায় গুয়াংডং প্রদেশের অবস্থা সবচেয়ে খারাপ। বন্যায় প্রদেশটির ৩২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এছাড়াও এ বন্যার ফলে জিয়াওলিং কাউন্টিতে আনুমানিক ৩ দশমিক ৬৫ বিলিয়ন ইউয়ান (৫০২ মিলিয়ন ডলার) এবং মেক্সিয়ান জেলায় ১ দশমিক ০৬ বিলিয়ন ইউয়ান (১৪৬ মিলিয়ন ডলার) সরাসরি অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *