এবার রাশিয়ার জন্য আকাশপথ বন্ধ করল তুরস্ক

আন্তর্জাতিক

এপ্রিল ২৪, ২০২২ ১১:২০ পূর্বাহ্ণ

রাশিয়ার সামরিক বিমানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করার ঘোষণা দিয়েছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু শনিবার মস্কোকে তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। খবর ডেইলি সাবাহর।

লাতিন আমেরিকা যাওয়ার আগে শনিবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।

রাশিয়ার যুদ্ধগুলোকে গত তিন মাস তুর্কি বিমানঘাঁটি থেকে সিরিয়ায় অভিযান চালানো অনুমতি দেওয়া হয়েছিল। এপ্রিলে সেই অনুমোদনের সময় শেষ হয়েছে। এ কারণে নতুন করে এর মেয়াদ বাড়াতে চায় না তুরস্ক।

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের আইন ও আন্তর্জাতিক আইন মেনে অবশ্যই রাশিয়ার প্রতিষ্ঠানগুলো তুরস্কে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবে।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কারণ বিবদমান দুই দেশের সঙ্গেই তুরস্কের সুসম্পর্ক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *