ইউক্রেনে রাশিয়ার কৌশলগত পরাজয় স্পষ্ট: জেলেনস্কি

আন্তর্জাতিক স্লাইড

মে ১৩, ২০২২ ১২:৫৮ অপরাহ্ণ

ইউক্রেনে কৌশলগত পরাজয়ের মুখে পড়েছে রাশিয়া। যা ‘ইতোমধ্যে বিশ্বের সবার কাছে স্পষ্ট হয়ে গেছে’ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, রাশিয়া যে কৌশলগতভাবে পরাজয়ের মুখে পড়েছে তা স্বীকার করার মতো সাহসের তাদের নেই।

তিনি বলেন, ‘কাপুরুষ’ রুশ সেনারা ক্ষেপণাস্ত্র, বিমান হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে সত্যকে আড়াল করতে চাইছে।

আন্তর্জাতিক নার্স দিবসে বক্তব্য রাখার সময় জেলেনস্কি নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান ইউক্রেনের সেনাদের জীবন রক্ষার জন্য।

তার অভিযোগ, আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার সেনারা ৫৭০টি স্বাস্থ্যসেবাকেন্দ্র ধ্বংস করে ফেলেছে।

প্রসঙ্গত চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে সামরিক তৎপরতা জোরদার করে। কিন্তু প্রায় দুই মাসেও কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া। এ সময় রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে।

পরে রাশিয়া জানায়, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসে অভিযানে মনোযোগ দেবে। এখন দোনবাসকে কেন্দ্র করে রাশিয়ার সামরিক তৎপরতা চলছে।

রাশিয়ার এ অগ্রসানে ইউক্রেন থেকে প্রায় ৬০ লাখের বেশি লোক পালিয়ে গেছে। হতাহত হয়েছে অনেক মানুষ।