আবেগী সিদ্বান্তে টেস্টে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছে বলে মনে করেন ভারতের সাবেক ব্যাটিং অলরাউন্ডার যুবরাজ সিং।
২০১১ ওয়ানডে বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ বলেন, আমি মনে করি, টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতকে নির্বাচিত করা আবেগী সিদ্ধান্ত ছিল। বোর্ড ফিটনেস সাপেক্ষে তাকে অধিনায়ক নির্বাচিত করে। ফিটনেস সাপেক্ষে আপনি কাউকে টেস্ট অধিনায়ক করতে পারেন না। সে অনেক বেশি ইনজুরিতে আক্রান্ত হয়। এই বয়সে নিজের শরীরের যত্ম নেয়া উচিত।
তবে রোহিতের প্রশংসাও করেছেন যুবরাজ। তিনি বলেন, ‘অসাধারণ নেতা’। তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আমি খেলেছি। খুবই ভালো চিন্তাবিদ, খুব ভালো অধিনায়ক। সাদা বলের ক্রিকেটে রোহিতের আরো আগে অধিনায়ক হওয়া উচিত ছিল। তবে যেহেতু বিরাট কোহলি খেলছিলেন এবং দল ভালো করছিল তাই ব্যাপারটা সহজ ছিল না।