আজ কি ইতিহাস গড়তে পারবে টাইগাররা?

আজ কি ইতিহাস গড়তে পারবে টাইগাররা?

খেলা

মার্চ ১২, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ

মিরপুরের হোম অব ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে চট্টগ্রাম পর্বে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তামিম ইকবালের দল। একই সঙ্গে সাগরিকার পাড়ে টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি জিতে ইংলিশদের বিপক্ষে স্বপ্নের এক জয় তুলে নেয় টিম টাইগার্স।

ইংল্যান্ডকে চট্টগ্রামে টি-২০তে নাস্তানাবুদ করে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা। আর এ ম্যাচে জয় পেলেই ইতিহাস গড়বে সাকিবের দল। যার মাধ্যমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের গৌরব অর্জন করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে বাংলাদেশ। এজন্য অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে ইংলিশ বধের পরিকল্পনা সাজাচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরিকল্পনা অনুযায়ী মাঠে পারফর্ম করতে পারলেই নতুন ইতিহাস লিখবেন সাকিব-লিটনরা।

এদিকে সিরিজে ফিরতে নিজেদের সেরাটা দিতে চাইবে জস বাটলারের দল। এর ফলে দ্বিতীয় টি-২০তে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে ইংল্যান্ড। ক্রিকেটের সংক্ষিপ্ততম এ সংস্করণে ইংলিশদের যে কেউ যেকোনো সময় তুরুপের তাস হয়ে উঠতে পারে। তবে সিরিজ জিততে নিজেদের সেরা ফর্ম কাজে লাগাতে হবে টাইগারদের।

এর আগে ঘরের মাঠে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। এবার কি হোম অব ক্রিকেটে ইংলিশদের বধ করতে পারবে সাকিবের দল? এমন প্রশ্নের সমাধান খুঁজতেই হয়তো আজ মাঠে নামবে টাইগার শিবির।

দ্বিতীয় টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *