যেভাবে মার্কিন নির্বাচনে প্রভাব রাখছে চীন

যেভাবে মার্কিন নির্বাচনে প্রভাব রাখছে চীন

আন্তর্জাতিক

অক্টোবর ২৮, ২০২৪ ৫:০৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল নির্বাচন চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন প্রকাশ করতে নির্বাচনি পণ্য পরিধান করছেন। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ ট্রাম্প টুপি বা ‘চাইল্ডলেস ক্যাট লেডি ফর হ্যারিস’ টি-শার্টের মতো পণ্যগুলো এখন ভোটারের পরিচয়ের একটি অংশ হয়ে উঠেছে।

তবে ভোটারদের অনেকেই জানেন না যে, এই জনপ্রিয় নির্বাচনি পণ্যগুলোর বেশিরভাগই চীনে তৈরি হয়েছে। ভয়েস অব আমেরিকার ম্যান্ডারিন সার্ভিস জানিয়েছে, মেড-ইন-আমেরিকা নির্বাচনি পণ্য এবং মেড-ইন-চায়না পণ্যের বিক্রয় পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে অ্যামাজন ও ইবে-সহ অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মে চীনের তৈরি নির্বাচনি পণ্যের বিপুল পরিমাণে উপস্থিতি স্পষ্ট।

শুধুমাত্র টেমুতে হাজার হাজার নির্বাচন-থিমযুক্ত আইটেম সরকারি প্রচারণার সংস্করণগুলোর দামের এক ভগ্নাংশ দামে বিক্রি হয়েছে।

এগুলোর মধ্যে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ টুপির দাম ৪ ডলারেরও কম, যেখানে ট্রাম্পের প্রচারণা শিবিরের ওয়েবসাইটে ‘অল প্রোডাক্টস মেড ইন দ্য ইউএসএ’ লেখা টুপি ১০ গুণ বেশি দামে ৪০ ডলারে বিক্রি হয়।

একইভাবে টেমুর ‘কমালা হ্যারিস ২০২৪’ টুপি প্রতিটি ৩ ডলারের কম দামে বিক্রি হতে পারে। অন্যদিকে অফিশিয়াল কমালা হ্যারিস প্রচারণা স্টোর ওয়েবসাইট প্রতিটি ‘কমালা’ টুপি ৪৭ ডলারে বিক্রি করে।

হ্যারিস ক্যাম্পেইন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে শুধু যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য বিক্রির অঙ্গীকার করেছে।

মন্তব্যের জন্য ভয়ের অব আমেরিকা উভয় প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

দামের বৈপরীত্য চীনা পণ্যের ওপর নির্ভরতা হ্রাস এবং ডি মিনিমিস লুপহোল নামে পরিচিত একটি বাণিজ্য ফাঁক বন্ধ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মুখোমুখি চ্যালেঞ্জগুলো তুলে ধরে। এটির আওতায় চীনা সংস্থাগুলো আমদানি শুল্ক ছাড়া যুক্তরাষ্ট্রে ৮০০ ডলারের কম মূল্যের পণ্য আনতে পারে।

ভয়েস অব আমেরিকা ম্যান্ডারিন তাদের ওয়েবসাইটে চীন থেকে আমদানি করা প্রেসিডেনশিয়াল নির্বাচনি প্রচারণা পণ্যদ্রব্যের পরিমাণ এবং চীনা বিক্রেতাদের তাদের নিয়মাবলী সম্পর্কে মন্তব্যের জন্য অ্যামাজন এবং ইবে-তে যোগাযোগ করে কিন্তু খবর প্রকাশের সময় পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

টেমু যুক্তরাষ্ট্রে নির্বাচনি পণ্য বিক্রয় সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তবে কোম্পানির মুখপাত্র ভয়েস অব আমেরিকা ম্যান্ডারিনকে একটি ইমেইলে জবাব দিয়েছেন, ‘টেমুর বিক্রয় বৃদ্ধি ডি মিনিমিস নীতির ওপর নির্ভরশীল নয়। আমাদের দ্রুত সম্প্রসারণ এবং বাজারের গ্রহণযোগ্যতার পেছনে প্রাথমিক কারণ হলো সরবরাহ-চেইন দক্ষতা এবং অপারেশনাল দক্ষতা যা আমরা বছরের পর বছর ধরে তৈরি করেছি।’

সূত্র: ভয়েস অব আমেরিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *