মার্কিন ৬০ কংগ্রেসম্যানের চিঠির ‘বদলা নিলেন’ পাকিস্তানের ১৬০ এমপি

মার্কিন ৬০ কংগ্রেসম্যানের চিঠির ‘বদলা নিলেন’ পাকিস্তানের ১৬০ এমপি

আন্তর্জাতিক

নভেম্বর ৩, ২০২৪ ৫:০৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারামুক্ত করার উদ্যোগ নিতে গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানায় মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৬০ সদস্য। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় বার্তা দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষমেশ এবার পাকিস্তানের শতাধিক সংসদ সসদ্য এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি লিখেছেন। খবর জিও নিউজের।

মার্কিন আইনপ্রণেতাদের অবস্থানকে বাস্তবতার প্রতি তির্যক দৃষ্টিভঙ্গি হিসেবে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের এমপিদের লেখা চিঠিতে। সেখানে লেখা হয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের ৬২ সদস্য পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে যে অযৌক্তিক ও ভুল মন্তব্য করেছে সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে আমাদের এই চিঠি।

চিঠিতে পাকিস্তানের ১৬০ জন আইনপ্রণেতা স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে দেশটির প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও আছেন। ইমরান খানের মুক্তির বিষয়ে বাইডেনকে মার্কিন আইনপ্রণেতাদের লেখা চিঠিকে পাকিস্তানি এমপিরা বহিরাগত হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

গত সপ্তাহে চিঠিতে কংগ্রেসম্যানরা ইসলামাবাদ-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানকে কাজে লাগিয়ে ইমরানকে মুক্ত করার দাবি জানান। চিঠিতে স্বাক্ষরকারী আইনপ্রণেতাদের সবাই বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির সদস্যর ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *