ভারত থেকে মুস্তাফিজের ঈদ শুভেচ্ছা

খেলা

মে ৪, ২০২২ ৯:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। তিনি এখন মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখানে তাজমহল প্যালেস হোটেলে জৈব সুরক্ষা বলয়ের ভেতরেই কাটছে মুস্তাফিজের ঈদ।

মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে, যেখানে মুস্তাফিজসহ দিল্লির অপর মুসলিম ক্রিকেটাররা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ভিডিও বার্তায় মুস্তাফিজ বলেন, ‘ঈদুল ফিতর আপনাদের জীবনে সুখ-শান্তি বয়ে নিয়ে আসুক, ঈদ মুবারক। সাধারণত আমার ভাইদের সঙ্গে বাড়িতেই ঈদ করা হয়। বন্ধুদের সঙ্গে নামাজ পড়তে যাই। তবে এ বছর তাদের সাথে ঈদ করতে পারছি না।’

দিল্লির অপর দুই মুসলিম ক্রিকেটার ভারতীয় পেসার খলিল আহমেদ ও ব্যাটার সরফরাজ খানও সেই ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

আগামী ৮ মে আইপিএলে পরবর্তী ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *