ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত বাংলাদেশের রাজধানী ঢাকার ঠিক উত্তর দিকে টঙ্গীর তুরাগ নদের পাড়ে আজ রোববার (৪ ফেব্রেুয়ারি) সকাল ৯টা ১ মিনিটে শুরু হয়ে শেষ হয় ৯টা ২৩ মিনিটে। প্রথম পর্বের এই আখেরি মোনাজাতে অংশ নেন কয়েক লাখ মুসল্লি।
রোববার সকালে মোনাজাত শুরু করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। এদিন ফজর নামাজের পর হেদায়াতি বয়ানের মাধ্যমে শুরু হয় এবারের ইজতেমার প্রথমপর্বের শেষদিনের কার্যক্রম। এ সময় বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময়, নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
এসব তথ্য নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া বিষয়ক সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
বিশ্ব ইজতেমা ২০২৪ এর প্রথম পর্ব আজ রোববার (8 ফেব্রুয়ারি) শেষ হয়ে মাঝে ৪ দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম। এরপর ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমা ২০২৪ এর দ্বিতীয় পর্ব।