বিনিয়োগের জন্য বাংলাদেশকে বিশ্বের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার (৯ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই ও ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, বর্তমানে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। যেখানে বিনিয়োগের ক্ষেত্রে ৫-১০ বছরের জন্য কর অব্যাহতিসহ আর্থিক নানা সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়া, পদ্মা সেতু ও গভীর সমুদ্র বন্দর স্থাপনসহ অবকাঠামো খাতের উন্নয়নে বিপুল বিনিয়োগ করা হয়েছে।
বাংলাদেশের প্রায় ১৭ কোটির মতো বিশাল জনগোষ্ঠী রয়েছে। এদেশে বিনিয়োগ করলে অভ্যন্তরীণ বাজারে ভালো ব্যবসার সুযোগ রয়েছে। একইসাথে প্রতিবেশী ভারতের বিশাল বাজার ধরার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। তাই মার্কিন ব্যবসায়ীদের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য সহযোগী। তৈরি পোশাকের বড় একটা অংশ যুক্তরাষ্ট্রে রফতানি হয়। বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ, প্লিজ বাংলাদেশে বিনিয়োগ করুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বিভিন্ন শিল্পখাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। পরে এফবিসিসিআই ও ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। এসময়, উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।