ফাইনালে টসে জিতে বোলিংয়ে ইংল্যান্ড

ইত্যাদি

এপ্রিল ৩, ২০২২ ৮:৫৭ পূর্বাহ্ণ

২০২২ সালের নারী বিশ্বকাপের ফাইনাল আজ। রোববার (৩ এপ্রিল) ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়ার নারীরা। অপর সেমিতে ইংল্যান্ড হারায় দক্ষিণ আফ্রিকাকে।

ক্রাইস্টচার্চে নারী বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে। আর আরেক সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানের বড় ব্যবধানে হারিয়ে অষ্টম বারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে পা রাখে ইংলিশ নারীরা।

মেগ ল্যানিংয়ের নেতৃত্বে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ ও সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছে অজি নারীরা। অপরদিকে গ্রুপ পর্বে সাত ম্যাচে চারটি জয় ও তিনটি হার নিয়ে সেমিতে ওঠে ইংল্যান্ড, সেখানে প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে ওঠে ইংলিশরা।

অস্ট্রেলিয়া একাদশ

অ্যালিসা হিলি, রাচেল হেইনস, মেগ ল্যানিং (অধিনায়ক), এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, জেস জোনাসেন, অ্যালানা কিং, মেগান শুট, ডার্সি ব্রাউন

ইংল্যান্ড একাদশ

ট্যামি বিউমন্ট, ড্যানি ওয়াট, হিদার নাইট (অধিনায়ক), ন্যাট সাইভার, অ্যামি জোন্স, সোফিয়া ডানলি, ক্যাথরিন ব্রান্ট, সোফি একলেস্টোন, কেট ক্রস, চার্লি ডিন, অ্যানা শোরুবসোলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *