অক্টোবর ২৭, ২০২৪ ৭:০০ পূর্বাহ্ণ
সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয় ২০১১ সালের ৩০ জুন। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল করা হয়।
চলতি বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ১৯ আগস্ট পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্ন ওঠে হাইকোর্টে। এ বিষয়ে চূড়ান্ত শুনানি হবে ৩০ অক্টোবর।
এদিকে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। এ সপ্তাহেই হাইকোর্টে আবেদন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিএনপি মহাসচিব দেশের বাইরে থাকায় আমরা হাইকোর্টে আবেদন করতে পারিনি। দুই-একদিনে মধ্যেই আবেদন করবো।
অন্যদিকে, জামায়াতে ইসলামীও পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টে আইনি লড়াই করবে। তবে আগে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ শুনানি নাকি পঞ্চদশ সংশোধনী নিয়ে লড়াই- এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি কোনো দলই।