জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯১ শতাংশে

জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯১ শতাংশে

অর্থনীতি স্লাইড

অক্টোবর ২৯, ২০২৪ ৬:২৬ পূর্বাহ্ণ

মোট দেশজ উৎপাদন (জিডিপি)-এর প্রবৃদ্ধি ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কমেছে। স্থির মূল্য ধরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে এ প্রান্তিকে প্রবৃদ্ধি প্রায় অর্ধেকে নেমে দাঁড়িয়েছে তিন দশমিক ৯১ শতাংশে।

সোমবার জিডিপির প্রান্তিক প্রবৃদ্ধির এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তাদের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিএসের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কৃষিখাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.২৭ শতাংশ, শিল্পখাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৯৮ শতাংশ এবং সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৭ শতাংশ।

এর আগে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে কৃষিখাতে প্রবৃদ্ধি হয়েছিল ৬.৫৫ শতাংশ এবং শিল্পখাতে হয়েছিল ১০.১৬ শতাংশ।

এছাড়া গেল অর্থবছরের শেষ প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৭ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ছিল ৪.৮২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *