অক্টোবর ১৯, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ভয়ে সরকার কাঁপতে শুরু করেছে। এই সরকারের দিন ঘনিয়ে আসছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। জনগণ জানিয়ে দিয়েছে, পাততাড়ি গুটাও, মানে মানে বিদায় হও। সামনে সময় কম।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন,ফখরুল বলেন, সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু তাদের মিথ্যা অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হচ্ছে না, বর্তমান সরকারের সাংবিধানিক ভিত্তি নেই। যে সংবিধানের কথা বলে তাঁরা, সেই সংবিধানকে বেআইনিভাবে চুরি করে তাদের পক্ষে নিয়ে এসেছে। পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ও জনগণের সঙ্গে প্রতারণামূলক।
গত কয়েক মাসে বিএনপির ৯৬ নেতা-কর্মীকে সাজা দেওয়া হয়েছে। তাদের পরিকল্পনা হচ্ছে, বিএনপির যারা নির্বাচনে অংশ নিতে পারে, তাদের সাজা দিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া। তাহলে তাদের মাঠ পরিষ্কার। কতটা ভীত হলে এমন ব্যবস্থা নিচ্ছে। এত মামলা, নির্যাতন করেও দমাতে পারছে না। মামলা-হামলা করে আর জনগণকে ঠেকিয়ে রাখা যাবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের বলেন, বিএনপি বসে পড়লে শাপলা চত্বরের মতো হবে। শাপলা চত্বরে খুনখারাবি করেছেন, অন্যায় করেছেন তা স্বীকার করে নিলেন। তবে মনে রাখবেন, ওরা (হেফাজতে ইসলাম) আর আমরা এক না। জনগণের ভোটে তিনবারের ক্ষমতায় যাওয়া দল বিএনপি।