ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে ফিলিপাইনের নিহত ১০০ ছাড়িয়েছে

ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে ফিলিপাইনের নিহত ১০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক

অক্টোবর ২৯, ২০২৪ ৬:০৪ পূর্বাহ্ণ

ফিলিপাইনের উত্তর-পূর্ব তীরে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ট্রামির কারণে মৃত্যু বেড়ে ১০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, গত শুক্রবার এ বছরের সবচেয়ে প্রাণঘাতী ঝড় ট্রামি আঘাত হানে। ঝড়ের কারণে ৫ লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত অন্তত ১৩৮ জন মানুষ নিহত হয়েছে। উদ্ধারকারীরা কয়েক ডজন নিখোঁজ মানুষকে খুঁজে বের করার জন্য বিচ্ছিন্ন গ্রামগুলোতে ছুটছে।

প্রাদেশিক পুলিশ প্রধান জ্যাকিন্টো মালিনাও বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, রোববার পর্যন্ত ম্যানিলার দক্ষিণে শুধু বাতাঙ্গাস প্রদেশে ৫৫ জন মানুষের মৃত্যু হয়েছে। অবশ্য বেসরকারি সূত্রে, ওই প্রদেশের নিহতের সংখ্যা আরো বেশি।

বাতানগাসের প্রদেশটির আঞ্চলিক পুলিশ প্রধান মালিনাও বলেন, ‘বালেতে শহরের পাহাড় থেকে ঢল নেমে এসে ঘরবাড়ি প্লাবিত করেছে। প্রচুর ঘরবাড়ি ভেসে গেছে।’

মধ্য ফিলিপাইনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বিকোল অঞ্চলে পুলিশ ৩৮ জনের মৃত্যুর রেকর্ড করেছে। যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে প্লাবিত হয়ে ডুবে যাওয়ার কারণে।

বিকলের আঞ্চলিক পুলিশ পরিচালক আন্দ্রে ডিজন এএফপিকে বলেছেন, ‘আমরা এখনও অনেক অনুরোধ পাচ্ছি এবং আমরা যতটা সম্ভব মানুষকে বাঁচানোর চেষ্টা করছি। আশা করি, আর মৃত্যু হবে না।

ডিজন আরো বলেছেন, ‘এখনো বহু মানুষ তাদের বাড়ির ছাদে এবং বিভিন্ন উঁচু জায়গায় আটকা পড়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *