একটি ব্রীজের জন্য শিক্ষা বঞ্চিত আশ্রয়ন প্রকল্পের একশ পরিবারের শিশুরা

দেশজুড়ে

আগস্ট ১, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ-

সরকার আশ্রয়ন প্রকল্প তৈরী করে দিলেও তা যথাযত রক্ষনাবেক্ষন আর একটি ব্রিজের জন্য চরম অশান্তিতে রয়েছে আশ্রয়নের বাসিন্দারা।বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা আশ্রয়ণ
প্রকল্পের বাসিন্দাদের সুখ দুঃখের কথা।

২০২২ সালে হিন্দু মুসলিম মিলে একশো পরিবার নিয়ে যাত্রা শুরু করে এই প্রকল্পটি।এখানে রয়েছে প্রায় চারশত নারী পুরুষ ভোটারের বসবাস।একটি ব্রিজ না থাকায় বারো মাস নৌকাই তাদের যাতায়াতের প্রধান মাধ্যম।

সরেজমিন আশ্রয়ন প্রকল্পে গিয়ে দেখা যায় আশ্রয়ন প্রকল্পের পশ্চিম দিক দিয়ে একটি নদী বয়ে চলেছে।নদীটির নাম খাস্তি নদী।নদীটিতে বারো মাস পানি থাকে।বর্ষা নৌকা আর হেমন্তে বাঁশের সাঁকোই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের এক মাত্র ভরসা।একটি ব্রিজ না থাকায় আশ্রয়ন প্রকল্পের লোকজন তাদের ছেলে মেয়েদের স্কুলে পাটাতে পারছেন না।

কথা হয় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সোহেল মিয়া,মোবারক মিয়া,বাবু মিয়া,রজব আলী মিয়া,আজধু মিয়া,মুক্তিযোদ্ধা সহিদ মিয়া,তাহার মিয়ার স্ত্রী রিনা আক্তার,সিরাপ বেগম,লাল তারা বেগম,নিরধনকৈর্বুত,দিরুসরকার,কালিদাস,প্রতিমা, জহুরা সহ আরো অনেকেরই সাথে।তারা জানান আশ্রয়ন প্রকল্প হওয়ার পর থেকে কোন ঘর দরজা সংস্কার না করায় অধিকাংশ ঘরের চালের টিক ছিদ্র হয়ে অসংখ্য ভাঙ্গন দেখা দিয়েছে।অনেক ঘরের দরজা,জানালা,চৌকা,বেড়া ভেঙ্গে পড়েছে।টয়লে ট গুলো ভেঙ্গে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।

ব্রীজটি কেন হচ্ছে না, কিভাবে ব্রিজটি দ্রুত করা যায়,এ বিষয়ে জানতে চেয়ে গুনিয়াউক ইউপির স্থানীয় চেয়ারম্যান মোঃ জিতু মিয়ার সাথে কথা বললে,তিনি বলেন এমপির বাবারও ক্ষমতা নেই এই ব্রিজটি করার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *