ইরানের নিরাপত্তা রক্ষায় চীনের সমর্থন ঘোষণা

ইরানের নিরাপত্তা রক্ষায় চীনের সমর্থন ঘোষণা

আন্তর্জাতিক

নভেম্বর ৩, ২০২৪ ৬:১২ পূর্বাহ্ণ

ইরানের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বেইজিং তার সমর্থন অব্যাহত রাখবে বলেই নিশ্চয়তা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই ঘোষণা দেন।

একইসঙ্গে তিনি ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে ইরানি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ওপর পশ্চিমা সমর্থিত সন্ত্রাসী হামলার নিন্দা জানান।

লিন জিয়ান বলেন, ‘চীন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে’।

গত ২৬ অক্টোবর ইরানের দক্ষিণ-পূর্ব সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের তাফতানে পাকিস্তান সীমান্তের কাছে এক সন্ত্রাসী হামলায় ইরানের সীমান্তরক্ষী বাহিনীর ১০ সদস্য নিহত হন। পাকিস্তানে অবস্থিত তথাকথিত জইশ আল-আদল সন্ত্রাসী সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।

এর জেরে শুক্রবার প্রদেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল বাহিনী। যে অভিযানে ৪ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

নিহতদের মধ্যে ওই দিনের হামলায় জড়িত উল্লেখযোগ্য সদস্যও ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরানের সামরিক স্থাপনায় সাম্প্রতিক ইসরাইলি হামলার ব্যাপারেও বেইজিং উদ্বিগ্ন বলে উল্লেখ করেন চীনের এই কর্মকর্তা।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার লাগাম টেনে ধরতে প্রভাবশালী দেশগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে’।

উল্লেখ্য, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও লেবাননে অভিযান এবং তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে গত ১ অক্টোবর ইসরাইলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর প্রায় ২৫ দিন পর গত শুক্রবার দিবাগত রাতে ইরানে বিমান হামলা চালায় ইসরাইল।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ১ অক্টোবরের হামলার প্রতিশোধমূলক আক্রমণটি ইরানের কৌশলগত সামরিক সাইটগুলোকে লক্ষ্যবস্তু করেছে। বিশেষত, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্পাদন এবং উৎক্ষেপণ সাইটগুলোকে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, ইসরাইলি হামলায় এক বেসামরিক নিরাপত্তারক্ষী ও চার ইরানি সেনা নিহত হয়েছেন।

সূত্র: মেহের নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *