ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ
বিগ বস শোতে ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডের মধ্যে ঝগড়া হয়। তাদের ডিভোর্স নিয়েও কথা বলতে শোনা যায়। এসব দেখে অনেকেই সন্দিহান তাদের বৈবাহিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে।
ভিকি বলেন, শোতে আমাদের নিজেদের মতামত রাখা উচিত, নইলে মানুষ ভাববে আমরা আমাদের সঙ্গীর কথায় উঠি আর বসি। আমাদের রোজকার জীবনের কোনো ভিডিও কেউ দেখেনি তাই তারা জানেন না যে, আমরা বাস্তবে ঝগড়া করি কিনা। আমি তর্ক করতে পারি, নিজের মত জানাতে পারি, কিন্তু সম্পর্কের বিরুদ্ধে নই। ওই জায়গাটা একই থাকবে।
তিনি আরও জানান, আমি সারাক্ষণ এমনিতে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। এখানে আমি গেমটা গেমের মতোই খেলতে চেয়েছি। আর অল্প সময়েই দারুণ অ্যাটেনশন পেয়েছেন; তবে হ্যাঁ, আমি অঙ্কিতার সঙ্গে আরও একটু ভালো ব্যবহার করতে পারতাম। ওর মানসিক অবস্থাটা বোঝা উচিত ছিল। সেটা আমি ওখানে বুঝতে পারিনি।
নিজেদের সম্পর্ক নিয়ে ভিকি বলেন, আমার জন্যই অঙ্কিতা এত শক্ত। আমরা খুব সুখী। আমাদের সম্পর্ক খুবই মজবুত।