ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ
মোঃছামিউল আলম সোহান,শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ‘দক্ষ যুব গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ ‘এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর যুব অধিদপ্তরে এক আলোচনাসভা ও র্যলি অনুষ্ঠিত হয়েছে।
৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্দ্যোগে জেলা যুব ভবন হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো.নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেরপুর আমিনুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা.হাফিজা জেসমিন। ওই সময় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল আহাম্মেদ সহ যুব উন্নয়নের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীরা উপস্থিথ ছিলেন।