ভোমরা স্থল বন্দরের ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে দুই ভারতীয়

দেশজুড়ে

সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ

মনিরুজ্জামান মনি।।

মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া দুই মদ্যপ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (২৮ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করে বিজিবি।

বিজিবি জানায়, বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ভোমরা (আইসিপি) ক্রসিং গেট ভেঙে ভারতীয় মদ্যপ চালক ও তার সহকারী একটি সাদা পিকআপ (ওঘউ-ডই২৫গ৪০৩৭) চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় চেকপোস্টে কর্তব্যরত নায়েক মোঃ জিহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল তাদেরকে নিবৃত করে এবং মদ্যপ অবস্থায় পিকআপসহ ওই দুইজন ভারতীয় নাগরিককে আটক করে।

আটককৃত চালক ও তার সহকারী অতিরিক্ত মাদক সেবনে মাতাল অবস্থায় থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। পরে তাদেরকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়।

পরে ঘোর কেটে গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

এ ব্যাপারে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে বিজিবির ভোমরা কোম্পানী কমান্ডার ও বিএসএফ গোজাডাঙ্গা কোম্পানী কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, বিএসএফের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভারতীয় নাগরিক পিকআপ যোগে ভোমরা স্থলবন্দরের জিরো পয়ন্টে ক্রসিং গেট ভেঙে বাংলাদেশ প্রবেশ করে।

এসময় ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, ০৩টি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, ০১টি মোটরসাইকেল ও ০১ ইজিবাইক ক্ষতিগ্রস্থ হয়।

এ ধরনের কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়। প্রতিউত্তরে ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার বলেন, গাড়ি চালক অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য সেবন করে মাতাল অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ী চালিয়ে ভারতের অভ্যন্তরে ৩/৪টি ইজিবাইক ভেঙে এবং গোজাডাঙ্গা (ক্রসিং গেট) আইসিপির ০২টি গেট ভেঙে ভোমরা স্থলবন্দরের দিকে ঢুকে পড়ে। এসময় বেপরোয়া গতির কারণে বিএসএফ টহলদল তাদেরকে নিবৃত করতে ব্যর্থ হয়।

এ ব্যাপারে তিনি বিজিবির নিকট দুঃখ প্রকাশ করেন। সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় দুই নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *