ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন এনায়েত উল্যাহ সৈয়দ

বিনোদন

নভেম্বর ২৭, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ

শওকত আলী হাজারী ।।

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৪-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন অভিনেতা এনায়েত উল্যাহ সৈয়দ। যিনি নাট্যাঙ্গনে শিপুল সৈয়দ নামে সুপরিচিত।

‘২৫তম ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪’ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘শুধুই তোমার জন্য’-এ অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এই অনন্য পুরস্কার পান এনায়েত উল্যাহ সৈয়দ (শিপুল সৈয়দ)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব, বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, বিচারপতি- বাংলাদেশ সুপ্রীমকোর্ট, ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও বিশ্বসেরা কবি, কামরুল হাসান দর্পণ, সভাপতি- বাচসাস, শফিকুর রহমান, চেয়ারম্যান- বিবিএন নিউজ-সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিপুল সৈয়দের হাতে পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, সৈয়দ মার্গুব মোর্শেদ ও মীর হাসমত আলী।

সম্মাননা প্রসঙ্গে অভিনেতা সৈয়দ শিপুল উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘যেকোনো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে করে কাজের প্রতি ভালোবাসা, ভালো লাগা ও দায়বদ্ধতা বেড়ে যায়। কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে আর রাখতে চাই না। সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। বৈচিত্র্য আছে এমন গল্পে কাজ করতে চাই।’

শিপুল সৈয়দ অভিনিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো- একক নাটক গ্রহণকাল, ঘুণপোকা, তারপর পারুলের দিন, ঈদের ডায়েরি, এ্যাংগেজমেন্ট, ট্রানজিস্টার প্রমুখ। ধারাবাহিক নাটক- ভেলকি, দক্ষিণায়নের দিন, পরিবার ও একটি কোম্পানি, পিতা বনাম পুত্র গং, বড় মিয়া ছোট মিয়া, শুধুই তোমার জন্য, প্রতিদ্বদ্বি, বসের চেয়ার, নাটবল্টু, সুলতান সুলেমান এখন বাংলায় ইত্যাদি।

উল্লেখ্য, জনাব শিপুল সৈয়দ ১৯৯৪ সাল থেকে থিয়েটার বর্ণচোরা নাট্যগোষ্ঠী (চাঁদপুর)-র মাধ্যমে পথচলা শুরু হয়, পরবর্তীতে ঢাকার নাগরিক নাট্যসম্প্রদায়-এ ২০০১ থেকে অদ্যাবধি যুক্ত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *