ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২নং রাজাপুর ইউনিয়নে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বহিরাগত ছাত্র অভিযুক্ত আসামী আজিমের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দাবি করে মানববন্ধন করেছে অত্র স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
বৃহস্পতিবার সকালে ১৩ই ফেব্রুয়ারি রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে আসামী আজিমকে অতি দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে কঠিন পদক্ষেপ নেওয়ার হুশিয়ারী দিয়ে বিক্ষোভ মিছিল করে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
মানববন্ধনে ছাত্ররা বলেন, অভিযুক্ত আসামী আজিম একজন বহিরাগত ছাত্র, সে প্রায়ই স্কুলে এসে ইভটিজিং করত, আমরা তাকে মানা করলে সে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করত, অভিযুক্ত আজিম সিরাজগঞ্জ সরকারি বিএল স্কুলের ছাত্র ছিল, সেখানেও সে মেয়েদের সাথে ইভটিজিং করার কারনে তাকে ঐ স্কুল থেকে বহিষ্কার করে দিয়েছে বলে জানান তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামী আজিম ৯ই ফেব্রুয়ারী সকালে তার বোনকে স্কুলে ভর্তি করার জন্য আসে, সেখানে কিছু ছাত্রের সাথে তর্কাতর্কি এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আবার ক্ষিপ্ত হয়ে আজিম ঐ স্কুলে জোর পূর্বক ঢুকে মোঃ শুভ,নাইম, সজিব,রাকিব,শিফাত ও মানিক কে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায় অভিযুক্ত আসামী আজিম। এঘটনার পর থেকেই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মমিন স্কুলে অনুপস্থিত রয়েছে। ঘটনার বিষয়ে জানতে তার ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে আজিম কে আটক করে থানায় আনা হয়েছিল। আজিম নাবালক ছাত্র হওয়ায় তাকে তার পরিবারের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এঘটনায় দু’পক্ষেরই পাল্টাপাল্টি মামলা হয়েছে ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।