জানুয়ারি ১৯, ২০২৫ ১:২০ পূর্বাহ্ণ
সোহেল রায়হান, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরে দুইটি ফাস্টফুডের দোকানে ভোক্তা অধিদপ্তর আইনে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৮ জানুয়ারি) রাত সারে ৭ টার দিকে উপজেলার মিয়ারহাট বন্দরে অবস্থিত দুইটি ফাস্টফুডের দোকানে এই অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ ও নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন।
সরেজমিনে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে ক্ষতিকর দ্রব্যের মিশ্রণ, পণ্যে মেয়াদোর্ত্তীণ ও বিএসটিআইএর অনুমোদন না থাকায় এবং অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ‘ইয়েলো কিং’ ফাস্টফুড এর দোকানে ২৫ হাজার, ‘এএফসি’ ফাস্টফুডের দোকানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।