জানুয়ারি ২৫, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ
সোহেল রায়হান, নেছারাবাদ প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৯নং সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন অসীম মারা গেছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত আটটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় যাবার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
নিহতের বড় ভাই সমীর আলী আকন জানান, শুক্রবার সকালে হঠাৎ করেই তার বুকে ব্যথা অনুভূত হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় জাহানারা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথেই তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গত ইউপি নির্বাচন ছাড়াও ইতোপূর্বে আরো একবার সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রিয় এই ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে ইউনিয়ন সহ উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।