স্টাফ রিপোর্টার।।
আবাসন খাতে গ্রাহকের অন্যতম আস্থা পুষ্পধারা প্রপার্টিজ লি. এর আয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিবিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ ডিসেম্বর) সকাল ৯টায় মালিবাগস্থ হোসাফ টাওয়ারের রাজবাড়ী কুইজিনে এই সেমিনারের আয়োজন করে আবাসন খাতের অন্যতম এই প্রতিষ্ঠানটি।
সেমিনারে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)। তিনি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিবিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
শাশ্বত মনির বলেন, আবাসন খাতে আজ গ্রাহকের আস্থার নাম পুষ্পধারা প্রপার্টিজ লি.। এ অবস্থান একদিনে হয়নি। সকলের অক্লান্ত পরিশ্রম আর দক্ষ কর্মীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় পুষ্পধারা আজকের এই অবস্থানে এসেছে। আজকের এই প্রোগ্রাম আপনাদের দক্ষতাকে আরও বৃদ্ধি করবে এবং আপনাদের জীবনধারা বদলে দেবে বলে আমি আশা করি।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন এলসিবিএল’র ম্যানেজার ও কো-অর্ডিনেটর হারুন অর রশিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাওলানা জহুরুল হক চাঁন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) সাকিব আল হাসান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জি. হাসিবুর রহমান সৌরভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) ইঞ্জি. রাজীব চন্দ্র দে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কমিউনিকেশন) মাবিয়া আক্তার সনি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) কে এম সাখাওয়াত হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) মেহেদী হাসান খান, সিনিয়র এক্সিকিউটিভ (সেলস) রাশেদা পারভীন, সিনিয়র এক্সিকিউটিভ (সেলস) খালিদ রহমান খুশবু, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) আসিফ বিল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) আমিনুল ইসলাম মিন্টু, ডেস্ক অফিসার মিসেস মাজেদা, আইটি অফিসার তৌহিদ সাগর, ডিজিটাল মার্কেটিং অফিসার রাশেদুল ইসলাম তুহিন, কমিউনিকেশন অফিসার আব্দুল জব্বার সজল, বিশিষ্ট ব্যবসায়ী মজিবর রহমান, বিশিষ্ট সাংবাদিক শাহনুর শাহীন, সাহিত্য পরিচালক সঙ্গীতশিল্পী রায়হান ফারুক।