নেছারাবাদে ছয়টি দোকানে চুরি

দেশজুড়ে

জানুয়ারি ১৯, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ

সোহেল রায়হান, নেছারাবাদ, পিরোজপুর

পিরোজপুরের নেছারাবাদে এক রাতে ছয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পৌর শহরের জগন্নাথকাঠী বন্দরের স্বপ্নীল বস্ত্রালয়, স্বপ্নীল গার্মেন্স, নুসরাত শাড়ী বিতান, মাতৃ বস্ত্রালয়, এআর ট্রেডার্স (হার্ডওয়ার) এবং ডিজিটাল অপটিকস্ এন্ড ওয়াচ দোকানে এই চুরি সংগঠিত হয়। ব্যবসায়িদের ভাষ্যমতে, দোকানগুলো থেকে আনুমানিক লক্ষাধিক টাকা সহ মালামাল চুরি হয়েছে। নেছারাবাদ থানা পুলিশ বন্দরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, স্বরূপকাঠী পৌর শহরের জগন্নাথকাঠী বন্দরে ওই দোকান মালিকরা প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে তালা দিয়ে বাড়ীতে যায়। চোরেরা গভীর রাতে দোকানের চালের টিন ছাড়িয়ে ভিতরে প্রবেশ করে। এসময় দোকানে ক্যাশ বাক্সে থাকা টাকা নিয়ে গেছে। এছাড়াও, যেসব দোকানে সিসি ক্যামেরা ছিল সেগুলো ভেঙ্গে ফেলেছে। এসময় চোরেরা টাকা ছাড়াও দোকানের অন্যান্য মালামাল চুরি করেছে।

জগন্নাথকাঠী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী মোঃ আনিছুজ্জামান বলেন, বন্দরের ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বাজারে পাহারাদার এবং সিসি ক্যামেরা ছিল। তদন্ত না করে সঠিক কিছু বলা যাচ্ছে না।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমীন জানান, বাজারের ছয়টি দোকানে চুরির ঘটনা শুনে পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। সিসি টিভি ফুটেজ চেক করে ব্যবস্থা নেওয়া হবে।