বেলকুচিতে শহিদ জিয়া স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আমিরুল ইসলাম খাঁন আলিম

দেশজুড়ে

জানুয়ারি ১৭, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা দৌলতপুর ইউনিয়ন চরনবীপুর কান্দাপাড়া স্কুল মাঠে শহিদ জিয়া স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিম।

বৃহস্পতিবার বিকেলে বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নূরআলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রউফ মোল্লা, দৌলতপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুল হক পলাশ, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামানিক, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি সরকারি কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সার্বিক সহযোগিতায় জাকারিয়া হোসেন, সার্বিক তত্বাবধানে হাসান, ফরিদুল, আরিফ, রাজ্জাক, মনিরুল, রিসাদ সহ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচছা জানানো হয় সেই সাথে তাদের সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। খেলাটি ৩ – ০ গোলে সমাপ্তি হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আমিরুল ইসলাম খাঁন আলিম।