জানুয়ারি ২৮, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
মোহাম্মদ আল এমরান
বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পেয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখায় রাষ্ট্রদূতকে এ পুরস্কার দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সৌদির রাষ্ট্রদূতের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
বিগত সরকার মুজিববর্ষ উপলক্ষ্যে একজন দেশি ও একজন বিদেশি কূটনীতিককে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স দেওয়া সিদ্ধান্ত নেয়। ২০২০ সালে প্রথমবারের মত বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পেয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সাবেক সচিব মোহাম্মাদ খোরশেদ আলম ও বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরি।
সমুদ্রসীমা নির্ধারণ ও সমুদ্র অর্থনীতি নিয়ে কাজের স্বীকৃতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সাবেক সচিব মোহাম্মাদ খুরশেদ আলমকে এ পুরস্কার দেওয়া হয়।
একইভাবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখার জন্য বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরিকে এ পুরস্কার দেওয়া হয়।
২০২১ সালের বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পান বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি ও পোল্যান্ডে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে পুরস্কৃত করা হয়েছে। আর পোল্যান্ডে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনকে ইউক্রেন থেকে বাংলাদেশিদের উদ্ধারে এই পুরস্কার দেওয়া হয়।
এবারে কোভিড-১৯ মহামারীর চ্যালেঞ্জিং সময়ে, সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীদের কল্যাণ রক্ষা করে এবং বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থানের ধারাবাহিকতা নিশ্চিত করে মহামান্য রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান অতুলনীয় নিষ্ঠা প্রদর্শন করেছেন বলে তাঁকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু জায়গায় বাংলাদেশ- এর নাম কিছুটা পরিবর্তন করে “বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স” অ্যাওয়ার্ড হিসেবে প্রদান করা হয়েছে।