সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১২:৩২ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার
প্রযুক্তির সঙ্গে সঙ্গে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। সবার দৃষ্টি এখন উন্নয়নের দিকে। তবে এই উন্নয়নের পেছনে যারা কাজ করছে তাদের মানসিক উন্নয়নের দিকে নজর নেই খুব বেশি প্রতিষ্ঠানের। যার ফলে তারা অনেক সময় হয়ে পড়ছে হতাশাগ্রস্ত। গুটিয়ে নিচ্ছে তার জীবনটাকে। একা হয়ে পড়ছে প্রতিটি ক্ষেত্রে।
এক্ষেত্রে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান। পুষ্পধারা সবসময় তার কর্মীদের উৎফুল্ল রাখার জন্য বিভিন্ন আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার আয়োজন করা হয় ‘বিজনেস ট্যুর প্ল্যান ২০২৪’।
রাজধানীর অদূরেই মাওয়ায় পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের প্রজেক্ট। সেখানে আজকের আয়োজনে পুষ্পধারার ব্যবসায়িক কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এমপ্লয়ীদের উৎফুল্ল করতে বিভিন্ন কর্মযজ্ঞের আয়োজন ছিল। এর মধ্যে ছিল নাচ, গান, অভিনয়, কবিতা আবৃত্তি ও আকর্ষণীয় পুরষ্কারসহ লটারির আয়োজন।
ম্যানেজার ও কো অর্ডিনেটর হারুন অর রশিদের তত্ত্বাবধানে সকালে রাজধানীর মালিবাগ থেকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে পুষ্পধারার প্রজেক্ট পুষ্প স্যাটেলাইট সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। সেখানে ব্যবসায়িক পরিকল্পনা সভার আয়োজন করা হয়; যেখানে সবাই গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন- কে এম সাখাওয়াত হোসেন, মাবিয়া আক্তার সনি, নেজাবউদ্দিন সাজু, আব্দুল জব্বার সজল, রাজিব চন্দ্র দে, খালিদ রহমান খুশবু, মেহেদী হাসান খান, এস এইচ শাকিল, মোঃ ফেরদৌস, জেসমিন আক্তার দীপা, জুবায়ের হোসেন, রাশেদুল ইসলাম তুহিন, শরীফ সালেহীন, মাজেদা আক্তার, মোহাম্মদ সাইফ আলী, মোঃ জীবন, কুলসুম আক্তার, তৌহিদ সাগর, রাশেদুল হাসান প্রমুখ।
হারুন অর রশিদ বলেন, চাকরি জীবনের ব্যস্ততা ও শহরের কোলাহল থেকে মুক্তি পেতে এ ধরনের আয়োজনের কোন বিকল্প নেই। ভ্রমণ আমাদের মানসিকভাবে উৎফুল্ল করে, আজকের আয়োজন আমাদের কাজের গতি আরও বৃদ্ধি করবে।
তিনি বলেন, দেশের আবাসন প্রকল্পে পুষ্পধারা একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমাদের আরো দৃঢ়তার সাথে কাজ করতে হবে।
পুষ্পধারার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) বলেন, উন্নত নগর জীবনের সকল সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে পুষ্প স্যাটেলাইট সিটিতে। সরকারি সকল নিয়ম কানুন ও নীতিমালা অনুসরণ করেই এই প্রজেক্ট গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, গ্রাহকের সন্তুষ্টি অর্জনই পুষ্পধারার মূল লক্ষ্য। গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হন এমন কোন কর্মকাণ্ড পুষ্পধারা কখনো প্রশ্রয় দেয় না।
আলোচনা শেষে আকর্ষনীয় পুরষ্কারসহ রাফেল ড্র এর আয়োজন করা হয়।