নেছারাবাদে পরিবেশ দূষণ করছে মুরগির ফার্ম; ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ

দেশজুড়ে

ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ

সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলাধীন সুটিয়াকাঠি ইউনিয়নের (বেলতলা) ৮ নং ওয়ার্ডের মোঃ এনামুল হক রাজু মৌখিক এবং লিখিত আকারে অভিযোগ করেছেন এই বলে যে, দীর্ঘদিন যাবৎ তাদের ঘরের দুই পাশে ( উত্তর ও দক্ষিণ) আলাউদ্দিন ও শহীদ কাজি নামে দুজন দুইটি মুরগির ফার্ম করে ব্যবসা পরিচালনা করে আসছে। এতে আশপাশের বসবাসরত ৪/৫ টি পরিবারের সাচ্ছন্দে বসবাস করতে ব্যপক কষ্ট হচ্ছে এবং মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে। যাতে পুকুর ও খাল সহ আশপাশের পানি দূষিত হয়ে নানান রকম রোগের সৃষ্টি হচ্ছে, এবং পুকুর ও খালের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

ভুক্তভোগী পরিবারের মধ্যে রয়েছেন- আবুল বাশার, জুয়েল, বাবু এবং সাইফুল ইসলাম রুবেল। তারা প্রত্যেকেই সরেজমিনে সরাসরি জবানবন্দীতে এসব কথা উল্লেখ করেন। প্রধান অভিযোগকারী আবুল বাশার সহ ভুক্তভোগী চারটি পরিবারের সকলেই আরো জানান, এই মুরগির ফার্মের উচ্ছিষ্ট, ময়লা সহ পঁচা দুর্গন্ধে তারা দিনরাত অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে। ঘরে বসে ঠিকমতো খাওয়া দাওয়া করা সহ বিশ্রাম নেওয়া এমনকি রাতে ঘুমাতেও প্রচুর সমস্যা হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, এই দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারনে আমরা এবং আমাদের কোমলমতি বাচ্চাগাচ্ছারা মারাত্মক অসুখের সম্মুখীন হচ্ছি। এমনকি ছোট বাচ্চাদের প্রায়ই ডায়রিয়া, পাতলা পায়খানা সহ শাসকষ্টে ভুগছে। বিগত প্রায় ১৫ বছর যাবৎ আমরা এই সমস্যা মোকাবেলা করে কোনো রকমে জীবন যাপন করে আসছি। সমস্যার কথাগুলো অভিযোগ আকারে জায়গার মালিকপক্ষ এবং ফার্ম ব্যবসায়ী ভাড়াটিয়া আলাউদ্দিন ও শহীদ কাজীকে অবহিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হলেও তারা এ ব্যপারে কোনো কর্নপাত করছে না।

এ ব্যাপারে ভুক্তভোগী আবুল বাশারের ছেলে এনামুল হক রাজু মুঠোফোনে জানান, গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ আকারে আবেদন জমা দেওয়া হয়। যাতে ভুক্তভোগীদের সমস্যার এসকল তথ্য লিপিবদ্ধ করে সকলের পক্ষে আমার স্বাক্ষরিত অভিযোগ/ আবেদনপত্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আকারে প্রদান করি এবং ইউএনও মহোদয় নোটেড করেন। কিন্তু আজ অব্দি এর সঠিক কোনো সুরাহা পাইনি এবং উপজেলা প্রশাসন থেকে কেউ পরিদর্শনেও আসেনি। এমতাবস্থায় এ বিষয়ে আমি এবং ভুক্তভোগী আমরা সকলে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্ট আশা করছি এবং আমাদের ভোগান্তির একটা সঠিক সমাধান কামনা করছি।

এ বিষয়ে মুরগির ফার্ম ব্যবসা পরিচালনাকারী আলাউদ্দীন এবং শহীদ কাজির সাথে পৃথক সাক্ষাতে তারা বলেন, আমাদের ফার্মের কার্যক্রম প্রায় ১৫ বছর যাবৎ চলমান, এতোদিন কারো কোনো সমস্যার কথা শুনিনি। ইদানিং হঠাৎ তারা অভিযোগ করছেন এবং তাদের সমস্যার কথা আমাদের জানিয়েছেন। এ ব্যাপারে আমরা অতি দ্রুতই সঠিক পদক্ষেপ নেব। তবে তাদের অভিযোগ সম্পুর্ন অযৌক্তিক এবং ভিত্তিহীন, কারন আমাদের ফার্মের পুকুরের সাথে সরাসরি জোয়ার ভাটা খালের সংযোগ তাই পানি পঁচে গন্ধ হওয়ার সম্ভাবনা মোটেও থাকেনা, তাছাড়া ফার্মের আশপাশে একটু আধটু গন্ধ যদিও হয় সেটা এই শুষ্ক মৌসুমে মাসখানেক হতে পারে। সেটাও আগামী ১৫/২০ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এতে দন্ধের কিছু নেই।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ রায়হান মাহমুদ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। খুব দ্রুত এই সমস্যার সমাধানে পরিদর্শন ও সঠিক ব্যবস্থা গ্রহন করা হবে।