জানুয়ারি ১৩, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
এস এইচ শাকিল
দেশের উন্নয়নে সমবায়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)। বাগিচা দক্ষিণ খিলগাঁও সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর পারিবারিক বনভোজন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ১১ জানুয়ারি, শনিবার পুষ্পধারা প্রপার্টিজ লি. এর প্রজেক্ট পদ্মা ইকো সিটিতে এই বনভোজনের আয়োজন করা হয়।
শাশ্বত মনির বলেন, সমবায় সমাজ এবং অর্থনীতির জন্য একটি ইতিবাচক শক্তি। এটি মানুষের মধ্যে সহযোগিতা, উন্নয়ন এবং সমতার আদর্শ ছড়িয়ে দেয়। শুধুমাত্র ব্যক্তির উন্নয়ন নয়, বরং পুরো সমাজের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে ভূমিকা রাখে সমবায়। আমি বাগিচা দক্ষিণ খিলগাঁও সমবায় সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
বনভোজনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বাদশা আলম চৌধুরী, সহ সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান, সহ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বনফুল, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সিরাজ, মোঃ আব্দুল হক, শেখ জাফর, হারুন অর রশিদসহ সমিতির সদস্যগণের পরিবারবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ল্যান্ড কনসালটেন্ট বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজার ও কো-অরডিনেটর হারুন-অর-রশিদ, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ম্যানেজার (সিআরও) সাকিব আল হাসান, পুষ্পধারা প্রজেক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, পুষ্পধারা প্রজেক্ট উপদেষ্টা আলহাজ্ব আব্দুল লতিফ মাস্টার, খালিদ রহমান খুশবু, ইন্জিনিয়ার হাসিবুল হক সৌরভ, মাবিয়া আক্তার সনি, রুকাইয়া ইসলাম বৃথী প্রমুখ।
বনভোজনে র্যাফেল ড্র, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।