দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

দেশজুড়ে

আগস্ট ১, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি, সাতক্ষীরা।।

”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) উপজেলা মৎস্য সপ্তাহ উৎযাপন কমিটির আয়োজনে র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের পরিচালনায় বক্তব্য দেন সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা মৎস্যজীবি সমিতির আহবয়ক রবীন চন্দ্র ঘোষ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৩ ক্যাটাগরীতে তিনজন সফল চাষিকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *