সাতক্ষীরা দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

দেশজুড়ে

সেপ্টেম্বর ৫, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ

মনিরুজ্জামান মনি।।

দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ এর পুরস্ককার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে জেলা শিক্ষা অফিসার আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সরকারি কেবিএ কলেজের প্রভাষক ও রোভার নেতা আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, শিক্ষার্থীদের মধ্যে আলমগীর হোসেন প্রমুখ।

এসময় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলেজ পর্যায়ে হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজ, মাদ্রাসা পর্যায়ে সখিপুর আলিম মাদ্রাসা, মাধ্যমিক পর্যায়ে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের প্রভাষক নজরুল ইসলাম ও নওয়াপড়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম। এছাড়া শ্রেষ্ঠ রোভার লিডার আবু তালেব, রীতা রানী, শ্রেষ্ঠ শিক্ষার্থী আলমগীর হোসেন, তাহসিন বিল্লাহ, আতিক হোসেন। সর্বমোট বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৮৩টি পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *