জানুয়ারি ২৮, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
মোহাম্মদ আল এমরান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
প্রেস উইং জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন বছর উপলক্ষে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো একটি কার্ডের মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা কার্ডটি ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর হতে কবে নাগাত প্রধান উপদেষ্টার দপ্তরে পৌঁছায় এ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। কার্ডটি নতুন বছরের শুরুতে প্রধান উপদেষ্টার দপ্তরে পৌঁছায়নি কেন এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এরপরেও শুভেচ্ছা কার্ডটি নতুন বছরে দু‘দেশের সম্পর্ক আরও গভীর করবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
এ কার্ড বিনিময়ের মাধ্যমে ভারতের মোদি সরকার বাংলাদেশকে আবারও কাছে পেতে চায় বলে আভাস পাওয়া যাচ্ছে।
এ ব্যাপারে ড. ইউনুস সরকার ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুনভাবে চিন্তা-ভাবনা করে এগিয়ে যাবে বলে মত প্রকাশ করেছেন এক কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষক।