জামায়াতে ইসলামী গোনালী ওয়ার্ড শাখার কমিটি গঠন

দেশজুড়ে

জানুয়ারি ১০, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ

মোক্তার হোসেন, ডুমুরিয়া, খুলনা

ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের গোনালী ৬নং ওয়ার্ডে জামায়াতের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে খর্ণিয়া ইউনিয়নের গোনালী বেলতলা বাজারে অনুষ্ঠিত সভায় কারী মতলেবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটার মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান,বিশেষ অতিথি ছিলেন,বায়তুলমাল সেক্রেটার মাওলানা হাফিজুর রহমান,শ্রমিক কল্যান সভাপতি সাইদুল্লাহ,খর্ণিয়া ইউনিয়ন সভাপতি শেখ আবুল হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা মিজানুর রহমান,এ্যাডভোকেট আব্দুল লতিফ শেখ।

গোনালী ওয়ার্ড কমিটির তালিকা সুত্রে জানা যায়, নবগঠিত কমিটিতে রয়েছেন, সভাপতি আঃ রহিম সরদার,সহ-সভাপতি আব্দুল গপ্পার শেখ,মো: আবুল শেখ,মো: আহাদ আলী শেখ,সেক্রেটারীমো: আকরাম শেখ,যুগ্ম-সেক্রেটারী ইবাদুল বিশ্বাস,সাংগঠনিক মো: রশিদ সরদার,সহ- সাংগঠনিক মো: ফরিদ শেখ,রাজনৈতিক মো: আনারুল শেখ,সহ-রাজনৈতিক মো: আতারুল মোড়ল,বায়তুলমাল মো: মফবুল সরদার,সহ বায়তুলমাল মো: হোসেন শেখ,সমাজসেবা মো: হালিম শেথ,প্রচার মো: রুহোল শেখ,সহ-প্রচার মো: হাফিজুর শেখ,সমাজসেবা মো:খায়রুল,সহ-সমাজসেবামো: দেলয়ার বিশ্বাস,শিক্ষা বিষয়ক মো: সবুজ শেখ,ওয়ালামা মাসায়েক মো: আবুহানিফ, যুব বিষয়ক মো: সবুজ শেখ, যুব বিষয়ক হারুন সরদার,মহিলা বিষয়ক শরিফা বেগম,কৃষি বিষয়ক লেকত গাজী,শ্রমিক বিষয়ক মো: বাবুল খাঁন,ছাত্র বিষয়ক মো: আমিনুর শেখ,এন.জি.ও বিষয়কমোঃ সহিদ শেখ,অমুসলিম বিষয়ক দিনেস দেবনাথ,গণ শিক্ষা বিষয়ক মো: আবুছাইদ মোল্লা,শিশু কিষোরমো: রাব্বী সরদার,সাংস্কৃতি মো: ডালিম শেখ,সহ-সাংস্কৃতি জিহাদ শেখ,স্বাস্থ্য বিষয়ক মো: আমজাত শেখ।