ইমান-আমলের ভিত্তি মজবুত করতে ইসলামিক জলসা খুবই গুরুত্বপূর্ণ- শাশ্বত মনির

ধর্ম

ডিসেম্বর ২৮, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ

তামিম মৃধা, শ্রীনগর

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী দেওয়ান বাড়ী জামে মসজিদের উদ্যোগে ২৬তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে এ কথা বলেন মাহফিলের প্রধান অতিথি পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)। ২৭ ডিসেম্বর, শুক্রবার দেওয়ান বাড়ী জামে মসজিদ সংলগ্ন চন্দ্রবাড়ী খেলার মাঠ প্রাঙ্গণে এই ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও দেওয়ান বাড়ী জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়ছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। আমি চাই এই ধারা অব্যাহত থাকুক। ইমান-আমলের ভিত্তি মজবুত করতে এরকম ইসলামিক জলসা খুবই গুরুত্বপূর্ণ। এ রকম জলসা থেকে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামিক পথে জীবন পরিচালনা করতে পারেন। আর ইসলামিক পথে জীবন পরিচালনা করলেই মানুষের ইহকালীন এবং পরকালীন কল্যাণ সাধিত হবে।

কেয়টখালী ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি আঃ রহমান হামিদীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক, সুমিষ্টভাষী উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান ফরিদী।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন নারায়ণগঞ্জের সুগন্ধা জামে মসজিদের খতিব ও সিনিয়র মুহাদ্দিস প্রখ্যাত মুফাসসিরে কোরআন ও সুপ্রসিদ্ধ ইসলামি আলোচক মুফতি ফয়জুল্লাহ্ সাহেব (দাঃ বাঃ) এবং ঢাকার রোজ মেরিনাস মার্কেট মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী রেদোয়ানুল হক মুজ্জামিল।

মসজিদের ইমাম হযরত মাওলানা জাকির হোসেন কাসেমীর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির মোতাওয়াল্লি মো. মোফাজ্জল দেওয়ান, সভাপতি মোঃ মান্নান হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম, সিনিয়র সহ-সভাপতি মো. হাবুল, মেম্বার মো. মকদুম হাওলাদার, নাসির হোসেন, মো. আব্বাস শেখ, বাদল মোড়ল, খালেক মোড়ল, আওলাদ হোসেন মোড়ল, দেওয়ান শাহিন, চঞ্চল আহমেদ, মো. আজহার, মো. জুলহাস হাওলাদার, মো. জনি, মো. আকতার, মো. রিপন, মো. জসিম, পূবালী ব্যাংক কর্মকর্তা মো. রিফাত আহমেদ, মো. অন্তু শেখ, মো. নিশাদ আহমেদসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ।

পুষ্পধারা প্রপার্টিজ লি. এর পক্ষে উপস্থিত ছিলেন,পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ডিরেক্টর ইন্জিনিয়ার তুষার দেওয়ান, সাবেক প্রজেক্ট ম্যানেজার মো. মোতালেব আহমেদ, প্রজেক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, খালিদ রহমান খুশবু।

ওয়াজ মাহফিলে বক্তাগণ ঈমান ও আমলের অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কুরআন হাদীসের আলোকে দীর্ঘক্ষণ ওয়াজ করেন। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

মসজিদের মোতাওয়াল্লি মো. ইসমাইল দেওয়ান ও মো. তোফাজ্জল দেওয়ান এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। কেননা তাদের অবদানেই গড়ে উঠে দেওয়ান বাড়ী জামে মসজিদ।

উল্লেখ্য, এলাকাবাসীর সার্বিক কল্যাণ কামনায় ও মুসলমানদের ঈমান-আমলের সাথে চলার দিক নির্দেশনায় প্রতি বছর এ ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।