সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে বৈষম্য দূরীকরণ ও জাতীয় করনের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে শিক্ষক নেতারা বৈষম্য বিরোধী সরকারের প্রতি শিক্ষকদের বৈষম্য দূর করার দাবী করেন। এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের দাবীতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। বিগত সরকার বৈষম্য দূর না করে তাদের আন্দোলন দমন করার চেষ্টা করছে। দাবী পূরণ না হলে আন্দোলন চালিয়ে নেয়ার কথা বলেন তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ারী ভাওয়ালিয়াবাজু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, বাহারুল উলুম আলিম মাদরাসার প্রিন্সিপাল মাও: শাহাব উদ্দিন শেখ, হবিরবাড়ী আমতলী সাবিহা সুলতানা দাখিল মাদরাসার সুপার মাও: তাজুল ইসলাম, শিক্ষক নেতা নাজমুল আলম সোহাগ, নজরুল ইসলাম বিএ,সি,নরুল ইসলাম মানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, অতিকুর রহমান আতিক, নাজমুল হক, শামীমা আক্তার, আমিনুল ইসলাম, সফিউল্লাহ আনসারী প্রমুখ।