মোক্তার হোসেন
খুলনার ডুমুরিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের ডুমুরিয়া উপজেলার সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোল্লা মফিজুল ইসলাম মফিজের লিখিত অনুমোদনে উপজেলার খর্ণিয়া ও শোভনা ইউনিয়নে জিয়া প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
লিখিত অনুমোদনে সূত্রে জানা যায়, খর্ণিয়ায় ৪১ সদস্যের কমিটিতে মোঃ আবু তালেব সরদারকে সভাপতি ও মোঃ শহিদুল মোল্লাকে সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হলেন, সিনিয়র সভাপতি মোঃ সুজন শেখ, সহ-সভাপতি মোঃ সোলাইমান ফকির, মোঃ সাইদ গাজী, বাবু দেব্রত দত্ত, মোঃ মশিয়ার শেখ,মোঃ মিজান খাঁন,সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদ সরদার,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলী ফকির,মোঃ খাইরুল সরদার,মোঃ রানা শেখ, মোঃ শহিদ বিশ্বাস,মোঃ ছাব্বির মোড়ল,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নান্নু শেখ, যুগ্ম সম্পাদক মোঃ হালিম মোল্যা,মোঃ হজরত শেখ,প্রচার সম্পাদক সঞ্জয় দালাল, সহ প্রচার সম্পাদক মোঃ হাবিবুর মোড়ল,আলী হাসান শেখ,ক্রিড়া সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সহ ক্রীড়া সম্পাদক মোঃ আল-মামুন শেখ,দপ্তর সম্পাদক হাসিবুর শেখ,সহ দপ্তর সম্পাদক আরিফ শেখ,সদস্য মো:আছাদ গজী,মোঃ বাপ্পি মোড়ল,মোঃকামাল ঢালি,মোঃ আছাদ গাজী,মোঃ আরিফ শেখ,মোঃ আলমামুন শেখ,মোঃ সাওন মোড়ল,মোঃ লিটনমোড়ল,মোঃ হালিম গজী,মোঃ বিল্লাল শেখ,মোঃ আবুল গাজী,মোঃ জসিম শেখ,মোঃ ইমান শেখ, মোঃ মিজানুর সরদার,আব্দুল হাই,মোঃ আরিফ শেখ।
শোভনায় ৩১ সদস্যের কমিটিতে মোঃ আজিজুর রহমান শেখকে সভাপতি ও মোঃ রহিম দফাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সভাপতি মোঃ মুরাদ শেখ,সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লা , সিনিয়র যুগ্ম সম্পাদ,মোঃ আলাউদ্দিন সরদার, মোঃ মনিরুল ঢালী,সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল মোড়ল,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত শেখ,প্রচার সম্পাদক মোঃ আমিনুর সরদার,সহ প্রচার সম্পাদক মোঃ আবু শেখ,ক্রীড়া সম্পাদক মোঃ জুয়েল মীর,সহ ক্রীড়া সম্পাদক অসিত মল্লিক, দপ্তর সম্পাদক মোঃ সাগর শেখ, সহ-দপ্তর মোঃ কামরুল শেখ,মোঃ রিজাউল বিশ্বাস, সদস্য মোঃ নুর ইসলাম শেখ,মোঃ নাসিম খান,মোঃ মফিজ শেখ,মোঃ আলমগীর গাজী,মোঃ মফি শেখ,তরুন দেবনাথ, মোঃ ইছাদুল শেখ,মোঃ ইব্রাহিম ঢালী,মোঃ কারি খান,মোঃ মনজুরুল হাওলাদার, মোঃ ফারুক গোলদার, মোঃ রকিব মীর,মোঃ ইব্রাহিম মোল্লা, মোঃ নুর ইসলাম খান,মোঃ শাহাবুদ্দিন শেখ,মোঃ রবিউল বিশ্বাস।