চকরিয়া বদরখালী বাজারে আগুন, ফায়ার সার্ভিসের ২ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ; ৬টি দোকান পুড়ে ছাই

দেশজুড়ে

মার্চ ১০, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ

সাইফুল মোস্তফা

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের সবচেয়ে জনবহুল ব্যবসায়ী কেন্দ্র বদরখালী বাজার। ১০ মার্চ ২৫ ইং প্রতিদিনের মত সেহেরি খেয়ে মানুষ ঘুমাচ্ছিলেন। ভোর যখন ৬ টা তখন উক্ত বাজারের দক্ষিণ লাইনের দোকান থেকে আগুনের লেলিহান শিখা আকাশে উড়তে দেখে মানষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। কারণ এ অঞ্চলের মানুষের জীবন জিবীকার কেন্দ্রস্থল হল বদর বদরখালী বাজার।

ইত্যবসরে চকরিয়া ফাইয়ার সার্ভিস খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। দুই ঘন্টা বিরামহীন পরিশ্রমের ফলে নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে ছাই ৬পি দোকান। শেষ হয়ে যায় উক্ত দোকানদার ও দোকান ঘরের মালিকদের স্বপ্ন। তার মধ্যে দুটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি হলো আহমদ হোসাইনের পুরাতন মোদির দোকান, দ্বিতীয়ত হল জুনাইদের বিভিন্ন আইটেমের সুতার দোকান।

জুনাইদ জানিয়েছেন তার আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে, দোকান থেকে একটা জিনিসও বাহির করা যায়নি, সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তানিয়া স্টোরের ক্ষয়ক্ষতি আরো দ্বিগুন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।