ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ
মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সাংগঠনিক করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ধুকুরিয়াবেড়া ইউনিয়নে কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ১৩ই ফেব্রুয়ারী ধুকুরিয়াবেড়া হাইস্কুল মাঠে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক মোঃ মতিয়ার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ হযরত আলী, বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম, থানা বিএনপির সদস্য সেলিম খান লিটন, উপজেলা বিএনপির সদস্য মনোয়ার চৌধুরী বাবু, থানা বিএনপির সদস্য ইমতিয়াজ উদ্দিন, থানা বিএনপির সদস্য নুর আলম, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, উপজেলা কৃষক দলের সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আখিরুল আলম প্রিন্স, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক পলাশ, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সিরাজগঞ্জ জেলার সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, শ্রমিক দলনেতা মনিরুজ্জামান পলাশ সহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।