ঢাকা মহানগর দক্ষিণের ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২২ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল সাড়ে পাঁচটায় জানাযা শেষে তাকে দাফন করা হয়।
আব্দুস সালাম রাজধানীর রমনা থানাধীন ১০৭ নিউ ইস্কাটন রোডের বাসিন্দা ছিলেন। তিনি মৃত খলিলুর রহমানের ছেলে। সাত ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
আব্দুস সালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নগর দক্ষিণ আওয়ামী লীগ। শোকবার্তায় বলা হয়েছে, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৩ বারের সভাপতি আব্দুস সালাম জীবনের শেষ দিন পর্যন্ত একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে গেছেন। আওয়ামী লীগের সকল আন্দোলন-সংগ্রাম এবং কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিলো। তার মৃত্যুতে নগর আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত।