ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ
সাইফুল মোস্তফা।।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমদ সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
প্রধান বক্তা হিসাব উপস্থিত ছিলেন মাহবুবের রহমান শামীম সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ( চট্টগ্রাম বিভাগ)।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন লুৎফর রহমান কাজল মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি.হারুন-অর-রশিদ সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ( চট্টগ্রাম বিভাগ)। ব্যারিস্টার মীর হেলাল সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ( চট্টগ্রাম বিভাগ) এ ছাড়া কক্সবাজার জেলা সদর ও বিভিন্ন উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ. সমর্থকের উপস্থিতি সহ সমাবেস স্থল জন সমুদ্রে পরিণত হয়।
মহা সমাবেশের সভাপতিত্ব করেন শাহজাহান চৌধুরী, সভাপতি, কক্সবাজার জেলা বিএনপি ও সঞ্চালনায় :- শামীম আরা স্বপ্না-
সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা বিএনপি.