জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন চরফ্যাশনের আজিজ

রাজনীতি

ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ

জ‌বি প্রতি‌নি‌ধি

দীর্ঘদিন অপেক্ষার পর রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জ‌বি) ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক পদ পেয়েছেন ভোলা‌ জেলার চরফ্যাশন উপ‌জেলার আজিজ রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজিজ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ছাত্রদলের সক্রিয় রাজনীতি করেন ব‌লে জানা যায়। এছাড়াও তি‌নি বি‌ভিন্ন সময় মামলা ও হামলার শিকার হ‌য়ে‌ছেন। তি‌নি দাবি ক‌রেন, ২০১৮ সালের ২০ মে পরীক্ষার হল থেকে হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত করেন জ‌বি ছাত্রলীগ। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় তি‌নি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে পদ পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশের ফিরিয়ে এনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দলের অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। এছাড়াও দল ও জাতির প্রয়োজনে রাজপথে আন্দোলন সংগ্রামে পূর্বের ন্যায় সক্রিয় ভূমিকা পালন করবো।”

এছাড়াও তি‌নি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো:রাকিবুল ইসলাম রাকিব ও সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিন কে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।