অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সভাপতি নাসির-উদ-দৌলা, মহাসচিব আলী নেওয়াজ

জাতীয়

জানুয়ারি ৭, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা। মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

৫ জানুয়ারি, রোববার অ্যাসোসিয়েশনের ইস্কাটন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এর গঠনতন্ত্র পর্যালোচনা করে বিস্তারিত আলোচনা ও সমঝোতার মাধ্যমে ২০২৫ ও ২০২৬ সালের জন্য সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয়।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এসোসিয়েশনের এডহক কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ্ এফসিএমএ; মহাসচিব ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সদস্য (সচিব) মুহাম্মদ মাহবুবুর রহমান ও এসোসিয়েশনের কিছু সংখ্যক পদের কর্মকর্তাগণ সম্প্রতি তাদের কর্মকাল শেষ হওয়ায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক ২০২৫-২০২৬ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে সভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয়।

ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সমিতির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোঃ জুবায়ের ইবনে সালেহ শুভেচ্ছা জানান।

এছাড়া পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) তাকে অভিনন্দন জানান।