বিসিবি আয়োজিত মুজিববর্ষের কনসার্টে মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম মাতাবেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। এ কারণে রাজধানীর মিরপুর এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
ডিএমপি জানায়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেওয়ার কথা রয়েছে। ডিএমপি বলছে, অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং; টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং ও ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।
মঙ্গলবার বিকেল ৩টা থেকে শুরু হবে অনুষ্ঠান। আর অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।
মুজিববর্ষের কনসার্টে তিন ঘণ্টা পারফর্ম করবেন এ আর রহমান। গাইবেন ৩৫টি গান। মাঠে বসে যা উপভোগের সুযোগ পাবেন প্রায় ১৪ হাজার দর্শক।
যদিও টিকিটের মূল্য আর স্টেডিয়ামে প্রবেশের সময়ের হিসেবে সাধারণ দর্শকদের উপস্থিতি থাকবে খুবই কম। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তার কারণে এদিন স্টেডিয়ামের আশপাশের এলাকাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে বলেন, এ আর রহমান কনসার্টের মূল আকর্ষণ। শুধু তার অংশে মোস্ট প্রবাবলি ৩ ঘণ্টার একটা অনুষ্ঠান হবে। উনি ৩৫টির মতো গান গাইবেন।
এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিরপুরে পারফর্ম করেছিলেন এ আর রহমান।