কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে ও চার শতাধিক ঘর ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসৌদ্দজা নয়ন।
তিনি জানান, ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। পরে এক শিশুর লাশ মিলেছে। পুড়ে গেছে ৪ শতাধিক বসতঘর।
শিশুটির পরিচয় নিশ্চিত করতে সময় লাগবে বলে জানান এ কর্মকর্তা।
এর আগে, দুপুর সাড়ে ৩টার দিকে উখিয়ার কুতুপালংয়ে ইরানী পাহাড় সংলগ্ন ৫ ও ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। সেটি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
কক্সবাজার ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম জানান, ক্যাম্পটি দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে সময় লেগেছে। এরপর বিভিন্ন পাইপ ও মোটরের মাধ্যমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এর আগে, গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি ক্যাম্পে লাগা আগুনে পুড়েছে প্রায় ৬০০ ঘর। গত বছরের ২২ মার্চ বালুখালীতে লাগা আগুনে পুড়ে মারা যায় ১৫ রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়।