১০ ঘণ্টা পর সানিয়াকে নিয়ে শোয়েবের আবেগঘন টুইট

১০ ঘণ্টা পর সানিয়াকে নিয়ে শোয়েবের আবেগঘন টুইট

খেলা

জানুয়ারি ২৮, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ

ক্যারিয়ারের শেষ গ্র্যান্ডস্ল্যামের শেষটা মধুর হয়নি সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলসের ফাইনালে হেরে যান সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি। গ্র্যান্ডস্ল্যামে সানিয়া শেষ ম্যাচ খেলার পর থেকেই দেশ-বিদেশ জুড়ে অগণিত বার্তা পেয়েছেন। কিন্তু স্বামী শোয়েবের বার্তা পাচ্ছিলেন না তিনি। তবে ১০ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যায় স্ত্রী সানিয়াকে শুভেচ্ছা জানান পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক।

টুইটে শোয়েব লিখেছেন, ‘খেলাধুলোর জগতে সব মহিলাদের কাছেই তুমি আশার প্রতীক ছিলে। গোটা টেনিসজীবনে যা যা অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা। এ ভাবেই শক্তিশালী হয়ে আগামী দিনে এগিয়ে যাও। অবিশ্বাস্য টেনিসজীবনের জন্যে অনেক শুভেচ্ছা।’

ফাইনাল হারের পর আবেগ আর ধরে রাখতে পারেননি। কেননা এটিই গ্র্যান্ডস্ল্যাম ক্যারিয়ারে তার শেষ ম্যাচ ছিল। তাই ক্যারিয়ারের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ৩৬ বছর বয়সী এ টেনিস তারকা।

তিনি বলেন, আমি কাঁদছি। এটি আসলে খুশির অশ্রু। চোখের এই জল দুঃখের নয়। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম। ২০০৫ সালে মেলবোর্ন থেকেই টেনিস যাত্রা শুরু করেছিলাম। তখন আমার বয়স ছিল ১৮। সেরেনা উইলিয়ামসের সঙ্গে খেলেছিলাম। আমার জীবনে রড লেভার অ্যারেনার আলাদা জায়গা রয়েছে। গ্র্যান্ডস্ল্যাম ক্যারিয়ার শেষ করার জন্য এর থেকে ভালো জায়গা আমার কাছে নেই।

২০০৫ সালে গ্র্যান্ডস্ল্যাম ক্যারিয়ার শুরু হয় সানিয়ার। ব্যক্তিগতভাবে কোনো অর্জন না থাকলেও জুটি বেঁধে জিতেছেন একের পর এক শিরোপা। নারীদের দ্বৈত বিভাগে একটি করে অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন শিরোপা আছে তার। মিশ্র দ্বৈত বিভাগে উইম্বলডন ছাড়া বাকি সব গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন একবার করে। আগামী ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠেয় ডব্লিউটিএ টুর্নামেন্টে শেষবারের মতো র‌্যাকেট হাতে নেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *