হতাশায় ভোগে গাজার ৮০ শতাংশ শিশু: সেভ দ্য চিলড্রেন

আন্তর্জাতিক স্লাইড

জুন ১৬, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ

বহু বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে অলিখিত কারাগারে পরিণত হয়েছে গোটা ফিলিস্তিন রাষ্ট্র। এরমধ্যে সবচেয়ে বেশি আগ্রাসন চালানো হয় দেশটির গাঁজা উপত্যাকায়। আর এই অবরুদ্ধ অবস্থার প্রভাব পড়ছে গাজার শিশুদের ওপর।

শিশু সুরক্ষায় কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিল্ড্রেনের’ একটি প্রতিবেদন বলছে, গাজায় ১৫ বছর ধরে চলা অবরুদ্ধ অবস্থার কারণে প্রতি ৫ শিশুর মধ্যে ৪ জনই হতাশা, দুঃখ ও আতঙ্কে ভোগে। শতাংশের হিসেবে যা ৮০%।

‘ট্রাপড’ শিরোনামের ওই রিপোর্টে ৪৮৮ শিশু ও ১৬৮ পিতা-মাতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ২০০৭ সাল থেকে গাজাকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল।

তাই বর্তমানে গাজার ৮ লাখ শিশুর অনেকেই জানে না মুক্ত জীবন কাকে বলে।

২০১৮ সালের একই ধরনের একটি গবেষণা করেছিল সেভ দ্য চিল্ড্রেন। সেবার ৫৫ শতাংশ ছিল হতাশাগ্রস্ত শিশুর সংখ্যা, এবার সেই সংখ্যা বেড়ে ৮০ তে দাঁড়িয়েছে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *